TV Mela ক্যাম্পেইনের শর্তাবলী
- ফ্রি হোম ডেলিভারি শুধু ঢাকার মধ্যে প্রযোজ্য।
- Samsung অফিসিয়াল মডেল এবং Haier ৪৩"+ টিভির জন্য সারা দেশে ফ্রি ইনস্টলেশন।
- অন্য সকল ব্র্যান্ডের ৩২"+ টিভির ক্ষেত্রে ঢাকায় ফ্রি ইনস্টলেশন প্রযোজ্য।
- ৭২ ঘণ্টার মধ্যে ইনস্টলেশন সম্পন্ন হবে।
- ক্যাম্পেইনের পণ্য অবশ্যই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অর্ডার করতে হবে।
- ক্যাম্পেইন এর কোনো পণ্যে অন্য কোনো অফার থাকলে তা প্রযোজ্য হবে না।
- কোন সঙ্গত কারনে এই ক্যাম্পেইনের পেমেন্ট রিফান্ড করা হলে তা সাধারণ রিফান্ড পলিসি প্রক্রিয়ায় সম্পন্ন হবে। এক্ষেত্রে ক্রেতা যে এমাউন্ট পেমেন্ট করেছে শুধুমাত্র তারই রিফান্ড প্রসেস করা হবে।
অনিবার্য কারনবশতঃ ক্যাম্পেইনে যেকোন পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনের সম্পূর্ণ অধিকার স্টার টেক কর্তৃপক্ষ সংরক্ষণ করে।